বাংলাদেশ দলের সিরিজ জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে ভারতীয় হ্যাটট্রিকম্যান দীপক চাহার। জয়ের কাছে গিয়েও ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।
তরুণ টাইগার মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ মিঠুন ৬১ বলে ৯৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে ১১০ রানে পৌঁছে দিলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মাঝে। শুধু তাই নয়, নাঈম-মিঠুন ছাড়া বাকি কোন বাংলাদেশি ব্যাটসম্যান’ই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
প্রথমবারের মতো টি-২০ ক্রিকেট ম্যাচে ভারতকে হারিয়ে ১-১ সমতায় থাকলেও সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে তার আর হয়নি। ম্যাচ শেষে সিরিজ জয় করতে পারার কারণও জানিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, টি-২০ ক্রিকেটে বড়দলগুলোকে হারাতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশের। বলেন, ‘আমাকে বলতেই হচ্ছে টি-২০ ফরম্যাটে উন্নতি করতে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’
বিশ্লেষণ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের অনেক কিছু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। আমাদের বিগ হিটার নেই। নিজেদের দক্ষতার ওপর নির্ভর করতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগের। এছাড়া নিজেদের গেমিং সেন্সেরও উন্নতি করতে হবে। মানসিকভাবে হতে হবে আরও ধারাবাহিক। ব্যাটিং বিভাগে উন্নতি হলেই আমাদের জয়ের সম্ভাবনা থাকবে।’
তবে শেষ ম্যাচে হারের কারণ হিসেবে মাহমুদউল্লাহ দায়ী করেন দ্রুত উইকেট হারানো। তিনি বলেন, ‘৩০ বলে যখন ৪৯ রান প্রয়োজন, তখন একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষ পর্যন্ত আমরা হেরে গেছি। কিছু উইকেট হারানোই কাল হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত।’
তিনি আরও বলেন, ‘টি-২০ এমন এক ফরম্যাট যেখানে আপনি মোমেন্টাম হাতছাড়া করে ফেললে তা পুনরায় ফিরে পাওয়াটা মুশকিল। আমরা ম্যাচের খুব কাছে গেলেও ৬-৭ বলে তিন থেকে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছি। হ্যাঁ, এটা বলতেই পারি আমরা সিনিয়ররা ব্যর্থ হয়েছি। এটা মেনে নিচ্ছি।’