স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হারলেও অনেক কিছু পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। টি-২০ ক্রিকেটে ভারতকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। তার আবারও ভারতের মাটিতে।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বাংলাদেশ ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ৪৮ বলে ১০ চার ও ২ ছক্কায় নান্দনিক ইনিংস সাজান তিনি। এর সুবাদে স্টার অব দ্য ম্যাচ হয়েছেন বাঁহাতি এ বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান।
দল জিতলে নিশ্চিতভাবে ইনিংসটি সাজিয়ে রাখতে পারতেন ২০ বছরের এ তরুণ। হাতে উঠতে পারত ম্যাচসেরার পুরস্কারও। তবে বাংলাদেশ হেরে যাওয়ায় পুরস্কারটি আপাতত সান্ত্বনা হয়ে থাকছে তার।
ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন ভারতের দীপক চাহার। রোববার নাগপুরে ৭ রানে ৬ উইকেট শিকার করে একাই বাংলাদেশ শিবিরে কাপন ধরান তিনি। যা টি-২০ ক্রিকেটে সেরা বোলিং ফিগার।