নিউজিল্যান্ডের প্রথম নাকি ইংল্যান্ডের চতুর্থ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০১৯
নিউজিল্যান্ডের প্রথম নাকি ইংল্যান্ডের চতুর্থ

প্রথম চার ম্যাচ শেষে ২-২ সমতা থাকায় সিরিজের পঁঞ্চম টি-২০ ম্যাচটি স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী ইংল্যান্ডের জন্য অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। রোবাবর (১০ নভেম্বর) সিরিজ জয়ে অকল্যান্ডে বাংলাদেশ সময় ভোর ৭টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড।

সফররত ইংল্যান্ডের বিপক্ষে অঘোষিত এ ফাইনালে নিউজিল্যান্ড জিতলে তা হবে প্রথম সিরিজ জয়ের স্বাদ। কারণ, দেশের মাটিতে টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারেনি তারা। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বশেষ তিন সিরিজেই জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে এ ম্যাচ জিতলে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেবে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের মতো আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ তিন সিরিজে নিউজিল্যান্ডেরও জয়ের রেকর্ড রয়েছে। ফলে সিরিজ শুরুর আগেকারো পক্ষেই ফেভারিটের তকমাটা ছিলো না।

২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনটি সিরিজে অংশ নেয় নিউজিল্যান্ড। সবক’টিই জিতে তারা। দেশের মাটিতে শ্রীলঙ্কাকে এক ম্যাচের সিরিজে, ভারতকে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এবং শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের মত সাফল্যকে সঙ্গী করে সিরিজ শুরু করে ইংল্যান্ডও। ২০১৮ সালের জুলাইয়ে দেশের মাটিতে ভারতের কাছে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে ইংলিশরা। এরপর শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইংল্যান্ড।

শ্রীলঙ্কার মাটিতে এক ম্যাচের ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। গত মে’তে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের সিরিজ জিতে ইংল্যান্ড। ওই সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও কোন টি-২০ সিরিজে অংশ নেয় ইংলিশরা। মাঝে গত জুলাইয়ে দেশের মাটিতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ইয়ান মরগানের দল।

সাফল্যকে সঙ্গী করে বিশ্বকাপের প্রস্তুতির টি-২০ সিরিজ শুরু করে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। শুরুটা চমৎকারই ছিল ইংলিশদের। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করেন ইংলিশরা। তবে হার দিয়ে সিরিজ শুরু হলেও ঘুড়ে দাঁড়াতে সময় নেয়নি নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২১ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। আর নেলসনে তৃতীয় ম্যাচ ১৪ রানে জিতে সিরিজে প্রথমবারের মত লিড নেয় স্বাগতিকরা। ফলে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। এরপর চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখে নিউজিল্যান্ড। কিন্তু নেপিয়ারে দেখা যায় অন্য রুপের ইংল্যান্ডকে। সিরিজ বাঁচানোর মিশনে ভয়ঙ্কর রূপ ধারণ করেন দুই বাঁ-হাতি ডেভিড মালান ও অধিনায়ক ইয়ান মরগান।

তৃতীয় উইকেটে মাত্র ৭৬ বল মোকাবেলা করে ১৮২ রান যোগ করেন মালান-মরগান জুটি। টি-২০ ক্রিকেটে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েন তারা। মালান ৫১ বলে অপরাজিত ১০৩ ও মরগান ৪১ বলে ৯১ রানের ইনিংস খেলেন। ফলে ২০ ওভারে ৩ উইকেটে ২৪১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত মালান-মরগানের রেকর্ডের ম্যাচে ৭৬ রানে জয় পায় ইংল্যান্ড। সাথে সিরিজেও ২-২ সমতা আনে তারা। ফলে পঞ্চম ও শেষ ম্যাচটি দাঁড়ায় অনির্ধারিত ফাইনালে।

এদিকে সিরিজ জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। বলেন, ‘পুরো সিরিজেই দল ভালো খেলেছে। পিছিয়ে পড়েও সিরিজে সমতা আনতে সক্ষম হয়েছি আমরা। পরবর্তীতে সিরিজে লিড নিতে পারি। ইংল্যান্ডও ভালো খেলেছে। দু’দলের দুর্দান্ত পারফরমেন্সে পঞ্চম ম্যাচটি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা খেলতে নামবো। বোলাররা নিজেদের ভুলগুলো শুধরে সেরা পারফরমেন্স করবে। পাশাপাশি ব্যাটসম্যানরা জ্বলে উঠলে সিরিজ জয় অসম্ভব কিছু নয়।’

অন্যদিকে চতুর্থ ম্যাচের পারফরমেন্সে আত্মবিশ্বাসে টগবগ করছে ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচে জয়ের জন্য উদগ্রীব পুরো দল। ইংল্যান্ডের অধিনায়ক মরগান বলেন, ‘চতুর্থ ম্যাচের জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। পিছিয়ে পড়ে সিরিজে কিভাবে ফিরতে হয়, দল হিসেবে আমরা দেখিয়েছি। মালানের ব্যাটিং ছিলো অবিশ্বাস্য। বোলাররাও ভালো করেছে। শেষ ম্যাচে আবারও এক সাথে জ্বলে উঠতে পারলে সিরিজ আমাদেরই হবে। সিরিজ জয়ের স্বাদ নিতে পুরো দল মুখিয়ে আছে।’

নিউজিল্যান্ড দল
টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল. স্কট কুজেলিন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও রস টেইলর।

ইংল্যান্ড দল
ইয়ান মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম বান্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস জিওর্জি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ ও জেমস ভিন্স।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি