তিন ম্যাচের টি-২০ সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ে আইসিসি টি-২০ র্যাংকিংয়ে পাকিস্তানের খুবই কাছে পৌঁছে গেছে অসিরা। দু’দলের রেটিং পয়েন্টের ব্যবধান এখন মাত্র ‘১’।
২৭০ রেটিং নিয়ে যথারীতি র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছে পাকিস্তান। অন্যদিকে ২৬৯ রেটিং নিয়ে র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ র্যাংকিংয়ে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে ওঠার খুব কাছেই রয়েছে অসিরা।
টি-২০ ক্রিকেটে চলমান বছরটা যাচ্ছেতাই কাটছে পাকিস্তানের। এ বছর ১০টি ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাকি ৮ ম্যাচেই হেরেছে পাকিস্তান। একমাত্র জয়টি সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
চলতি বছরে তিন ম্যাচের সিরিজ তিনটি খেলেছে পাকিস্তান। সবগুলোই হেরেছে। সিরিজগুলো ছিল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। গত মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এছাড়া কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের সিরিজেও হারের লজ্জা পায় পাকিস্তান।
র্যাংকিংয়ে ২৬৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ২৬২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানে থাকা ভারতের রেটিং ২৫৯।