বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ০৪ নভেম্বর ২০১৯
বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের অভিনন্দন

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে রোববার (৩ নভেম্বর) মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারালো সাকিব-তামিম বিহীন বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।

এটি একটি ম্যাচ জয় শুধু তা'ই নয়। এ জয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতকে প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে হারানোর গৌরব অর্জন করেছে টিম টাইগার। এছাড়া এ ম্যাচটি ছিল টি-২০ ক্রিকেট ইতিহাসে হাজারতম ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট দলের এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন জুয়াড় প্রস্তাব গোপন করে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজকে এক স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান তিনি। স্ট্যাটাসে সাকিব লিখেন, ‌‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত৷’

সাকিব আল হাসান মূলত দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে আইসিসি দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য গোপন করার দোষ স্বীকার করে সহযোগিতা করায় শাস্তির এক বছর স্থগিত রাখা হয়েছে। সে হিসেবে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

হাজারতম টি-২০ ম্যাচ খেলে ইতিহাসে বাংলাদেশ-ভারত

হাজারতম টি-২০ ম্যাচ খেলে ইতিহাসে বাংলাদেশ-ভারত

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব