বাংলাদেশের বিপক্ষে কোহলি না থাকায় রোহিতের দারুণ সুযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ পিএম, ০২ নভেম্বর ২০১৯
বাংলাদেশের বিপক্ষে কোহলি না থাকায় রোহিতের দারুণ সুযোগ

ফাইল ছবি

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে রয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহালি। ফলে বাংলাদেশের বিপক্ষে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যা রোহিতের জন্য এক দারুণ সুযোগ।

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ৮ রান করলেই টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর মুকুট উঠবে হিটম্যান খ্যাত রোহিত শর্মার মাথায়। কারণ, শীর্ষে থাকা কোহলির চেয়ে ৮ রান পিছিয়ে রয়েছে তিনি।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আর সেখানেই রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মা। এমনকি তার সামনে থাকা কোহলিও খেলছেন না।

টি-২০ ফরম্যাটে ৯৮ ম্যাচে ২৪৪৩ রান করেছেন রোহিত শর্মা। যেখানে ৭২ ম্যাচে ২৪৫০ রান করে শীর্ষে রয়েছে বিরাট কোহালি। অর্থাৎ রোববার মাত্র ৮ রান করলেই কোহালিকে টপকে এক নম্বরে ওঠে যাবেন রোহিত।

বিরাট কোহালির ২৪৫০ রান এসেছে ৬৭ ইনিংস থেকে। সেখানে রোহিত শর্মার ২৪৪৩ রান এসেছে ৯০ ইনিংস থেকে। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ৭৬ ইনিংস খেলে ২২৮৫ রান করে আছেন তিন নম্বরে। এরপর আছেন পাকিস্তানের শোয়েব মালিক (১০৪ ইনিংসে ২২৬৩ রান) এবং নিউজিল্যান্ডেরই ব্রেন্ডন ম্যাকালাম (৭০ ইনিংসে ২১৪০ রান)।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত রোহিত

গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত রোহিত

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট