ভারত সফরে আসন্ন তিনটি টি-২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতি বাংলাদেশ দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে মনে করছেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। তবে দলে থাকা খেলোয়াড়রা শক্তিশালী স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবে বলেও আশা করছেন টাইগার কোচ।
ভারতীয় এক জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব আইসিসির কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় সাকিবকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এক বছর পর খেলা শুরু করতে পারবেন সাকিব। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগ মুহূর্তে সাকিবের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বাংলাদেশ দলের জন্য একটা বড় ধাক্কা।
রোববার থেকে শুরু হওয়া দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচের আগে বিষয়টি স্বীকার করে ডোমিঙ্গে জানান, ড্রেসিং রুমে এ কষ্ট (সাকিব না থাকা) থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন দল।
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘দীর্ঘ দিন যাবতই সে (সাকিব) বাংলাদেশ দলের বড় খেলোয়াড় এবং অনেক ক্রিকেটারেরই ঘনিষ্ট বন্ধু। সুতরাং তার নিষেধাজ্ঞা অবশ্যই কিছু খেলোয়াড়কে প্রভাবিত করেছে। অবশ্যই সে একটা ভুল করেছে এবং যার মূল্য সে পাচ্ছে।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু করার নেই। অবশ্যই এটা দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে। তবে আমাদেরকে আসন্ন সিরিজ ও বিশ্বকাপের প্রতি নজর দিতে হবে।’
মাত্র এক মাস আগে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়া ডোমিঙ্গে মূলত এখনো সাকিব আল হাসানের সঙ্গে কাজ করার খুব বেশি সুযোগ পাননি। তবে ড্রেসিং রুমে বিশ্ব সেরা অলরাউন্ডারের যথেষ্ঠ প্রভাব আছে সেটি বুঝতে পেরেছেন দক্ষিণ আফ্রিকার ডোমিঙ্গো।
টাইগার কোচ বলেন, ‘ব্যক্তিগভাবে তার বিষয়ে জানার সুযোগ আমার হয়নি। তবে তার প্রতি খেলোয়াড়দের অপরিসীম শ্রদ্ধা আছে। তবে আমি যা বলছিলাম, সে একটা ভুল করেছে এবং তার মূল্য পেয়েছে।’
ব্যাট-বলে দক্ষতার কারণেই তিন ফরম্যাটে ১১ হাজারের বেশি রান পাঁচ শতাধিক উইকেট শিকার করা সাকিবের অনুপস্থিতি অবশ্যই অনুভুত হবে স্বীকার করেন ডোমিঙ্গো।
বিষয়টি ব্যাখ্যা করে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘সে তিন নম্বরে ব্যাট করে, কখনো কখনো বোলিং শুরু করেন। প্রতিটি ম্যাচেই প্রথম সুযোগেই চার ওভার বোলিং করেন। সে আমাদের সেরা ব্যাটসম্যানদের একজনও। সুতরাং তার বদলি ব্যাটসম্যান কিংবা বোলার নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
তিনি বলেন, ‘কেননা ব্যাট-বল উভয় ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন একজন খুঁজে পাওয়াটা কঠিন। সেক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তোবা এক বিভাগে কাউকে পেলেন এবং এক বিভাগকেই শক্তিশালী করলেন।’
সাকিব আল হাসান ছাড়াও তামিম ইকবালও এ সফরে নেই। তাই দলের সীমিত সম্পদ নিয়ে পুরোপুরি সচেতন এবং হাতে থাকা অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করতে চান কোচ ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘এটা নির্ভর করবে কন্ডিশনের ওপর। ফ্লাট উইকেট হলে আমরা একজন অতিরিক্ত বোলার ব্যবহার করব এবং ততটা না হলে আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাব। সাকিবের জায়গা পূরণ করা কঠিন। তবে যারা আছে তাদের চেষ্টা করতে হবে সেরাটা দেয়ার।’