প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নামিবিয়া। বাছাইপর্বের প্লে-অফে ওমানকে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া।
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করলো তারা। সর্বশেষ ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা নামিবিয়া টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করলো।
দুবাইয়ে অনুষ্ঠিত বাছাই পর্বের প্লে অফ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট হাতে নামে নামিবিয়া। ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করে তারা। জবাবে ১০৭ রানে অলআউট হয় ওমান। এতে ৫৪ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের মঞ্চে খেলার টিকিট পায় নামিবিয়া।
নামিবিয়ার পাশাপাশি বিশ্বকাপ নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।