২০২০ সালের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড। ওমানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করলো আইরিশরা। এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত করে পাপুয়া নিউগিনি।
রোববার আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমান ও আয়ারল্যান্ড। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে আইরিশরা।
জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলে ওমান। ফলে ১৪ রানে জয় পেয়ে যায় আয়ারল্যান্ড। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
চলমান টুর্নামেন্টে এখনো দুইটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। শুক্রবার সেমিফাইনালে লড়বে আইরিশরা।
১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ। র্যাঙ্কিংয়ের প্রথম ১০ দল বিশ্বকাপের প্রথম রাউন্ডে সরাসরি খেলতে পারবে। বাকি ছয়টি দলকে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।
বাছাইপর্ব খেলে আসা ছয় দলকে আবার র্যাঙ্কিংয়ের সেরা দশের শেষ দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে লড়তে হবে।