চলতি বছরের নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফলে স্বাগতিক ভারতের বিপক্ষে তিনটি টি-২০ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে সাকিব আল হাসানরা।
ভারত ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪টি ম্যাচ খেলে ফেলেছে। অন্যদিকে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নশিপে যাত্রা করবে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজের আগে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের টি-২০ সিরিজ। টি-২০ সিরিজ নিয়ে বাংলাদেশের জন্য সুসংবাদই দিল ভারতীয় গণমাধ্যম।
ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে জানানো হয়েছে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে না খেলতে পারেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট সিরিজে সতেজ রাখতেই মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষ থেকে শুরু করে টানা খেলে আশা কোহলিকে বিশ্রামে রাখতে যাচ্ছে।
ওয়ানডে বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর এবং এখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লম্বা সিরিজ -সব মিলিয়ে ব্যস্ত সময়ই যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। যেখানে স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় পার করেছেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের পরপরই বাংলাদেশের বিপক্ষে শুরু হবে টি-২০ সিরিজ। এরপর রয়েছে টেস্ট সিরিজ। বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলবে। বাংলাদেশের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা রয়েছে ভারতে।
এ তিন দেশের বিপক্ষে মোকাবিলা শেষ করেই ভারতীয় ক্রিকেট দল আবার উড়াল দেবে নিউজিল্যান্ড। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-২০, তিনটি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলতে কোহলির নেতৃত্বাধীন ভারত।
এসব সিরিজের বিশ্রামের কোনো সুযোগই থাকবে না ভারতীয় অধিনায়ক কোহলির। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমটিতে জানানো হয়েছে।
বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে না খেললেও টেস্ট সিরিজে ঠিকই খেলবেন। তবে টি-২০ সিরিজে কোহলি খেলা বা না খেলার বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠাকিভাবে কোন তথ্য জানানো হয়নি।
স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশ ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শুরু করবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এরপর ৭ নভেম্বর রাজকোট এবং ১০ নভেম্বর সিরিজের শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে নাগপুরে।