অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে ফিরেছেন পাকিস্তার সফরে না খেলা টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক লাথিস মালিঙ্গা।

অধিনায়ক মালিঙ্গা ছাড়াও দলে ফিরেছেন ওপেনার কুশল পেরেরা, উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও কুশল মেন্ডিস। অপরদিকে বাদ পড়েছেন পাকিস্তান সফরে টি-২০ দলে থাকা অ্যাাঞ্জেলো পেরেরা, লাহিরু মাদুশাঙ্কা, সাদিরা ও বিনোদ ভানুকা। তবে পাকিস্তান সফরে দারুণ খেলায় ওশাদা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকশেকে দলে রাকা হয়েছে।

এদিকে দলে ফিরলেও একাদশে নাও থাকতে পারেন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। কারণ, পাকিস্তান সফরে দারুণ খেলেছেন তাদের জায়গায় ব্যাটিং করা ওশাদা ফার্নান্দো এবং ভানুকা রাজাপাকশে। নিজের অভিষেক ম্যাচেই ৭৮ রানের ইনিংস খেলেন ওশাদা। আর পরের ম্যাচেই ৭৭ রানের ইনিংস খেলেন ভানুকা। তাই ভাবা হচ্ছে আপাতত তাদেরকেই একাদশে রাখা হতে পারে।

এছাড়া বোলিং আক্রমণে আছেন নিয়মিত লাসিথ মালিঙ্গা। তার সঙ্গে বোলিং ডিপার্টমেন্টে থাকছেন পাকিস্তান সফরে দলে থাকা ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারাই।

চলতি মাসের ২৭ তারিখ অ্যাডিলেইডে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রিসবেন ও মেলবোর্নে।

শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, আভিশকা ফার্নাদো, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, ভানুকা, ওসাদা ফার্নাদো, হাসারাঙ্গা, সান্দাকান, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, উদানা, কাসুন রাজিথা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত সফরে টি-২০ দলে নেই সাব্বির-রুবেল, ফিরলেন সানি-আল আমিন

ভারত সফরে টি-২০ দলে নেই সাব্বির-রুবেল, ফিরলেন সানি-আল আমিন

টি-১০ লিগে বাংলা টাইগার্স দলে সাত টাইগার

টি-১০ লিগে বাংলা টাইগার্স দলে সাত টাইগার

আইসিসির সদস্যপদ ফেরত পেল জিম্বাবুয়ে

আইসিসির সদস্যপদ ফেরত পেল জিম্বাবুয়ে

১৭ বছরে ডাবল সেঞ্চুরি, রেকর্ড বইয়ে জয়সওয়াল

১৭ বছরে ডাবল সেঞ্চুরি, রেকর্ড বইয়ে জয়সওয়াল