ভারত সফরে টি-২০ দলে নেই সাব্বির-রুবেল, ফিরলেন সানি-আল আমিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ অক্টোবর ২০১৯
ভারত সফরে টি-২০ দলে নেই সাব্বির-রুবেল, ফিরলেন সানি-আল আমিন

ভারত সফরের তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত টি-২০ দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি ও ডান হাতি পেসার আল-আমিন হোসেন। এবং ছুটি কাটিয়ে যুক্ত হয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঘোষিত এ স্কোয়াডে নেই কোন নতুন মুখ। তবে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন বাঁ হাতি টপ-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। তিনি এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে সবশেষ ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন নাইম।

আঙুলের ইনজুরিতে পড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকেও রাখা হয়েছে ভারত সফরের স্কোয়াডে। এছাড়া প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আল-আমিন।

আল-আমিন-সানি ছাড়াও টি-২০ দলে ফেরানো হয়েছে বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এছাড়া স্বেচ্ছা বিশ্রাম শেষে ফিরেছেন তামিম ইকবাল। সবশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

ভারত সফরের বাংলাদেশের টি-২০ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর

এনসিএলের দ্বিতীয় পর্বেও খেলছেন না সাকিব

এনসিএলের দ্বিতীয় পর্বেও খেলছেন না সাকিব

হান্ড্রেড বল টুর্নামেন্টের নিলামে ১১ টাইগার চূড়ান্ত

হান্ড্রেড বল টুর্নামেন্টের নিলামে ১১ টাইগার চূড়ান্ত

প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে চান তাসকিন

প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে চান তাসকিন