ওয়ানডে সিরিজ হারলেও টি-২০ ক্রিকেটে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো সফরকারী শ্রীলঙ্কা দল। সিরিজের শেষ ম্যাচে সরফরাজের পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে দিয়েছে তরুণ ক্রিকেটার নির্ভর শ্রীলঙ্কা ক্রিকেট দল।
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফকারী শ্রীলঙ্কা। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট হাতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় স্বাগতিক পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের উপর তান্ডব চালায় শ্রীলঙ্কার ফারনান্দ। পাঁচ নম্বরে নামা ফারনান্দ ৪৮ বল মোকাবেলা করে অপরাজিত ৭৮ রান করেন। তার এই ইনিংসে ৮টি চারের মার ও ৩টি ছয়ের মার রয়েছে।
প্রথম ও শেষ দিকের ব্যাটসম্যানরা বড় স্কোর গড়তে ব্যর্থ হলেও তার এ তান্ডবীয় ব্যাটিংয়ে ১৪৭ রানের বড় স্কোর গড়ে সফরকারী শ্রীলঙ্কা। ফারনান্দ ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেছেন পেরেরা।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ফখর জামান শূন্য রানে আউট হন। তবে দলের পক্ষে হাল ধরেন হারিস সোহেল। তিনি ৫০ বলে ৫২ রান করেন। এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আরেক ওপেনার বাবর আজম। এছাড়া বাকি আর কেউ তেমন রান করতে পারেননি।
শেষ দিকের দুই ব্যাটসম্যান ইফতেখার আহমেদ ও ওয়াব রিয়াজ যথাক্রমে ১৭ ও ১২ রানে অপরাজিত থাকলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। নির্ধারিত ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। ফলে ১৩ রানের জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।