হোয়াইওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ নারী ‘এ’ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ পিএম, ০৮ অক্টোবর ২০১৯
হোয়াইওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ নারী ‘এ’ দল

সফরকারী ভারত নারী ‘এ’ দলের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল।

সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে সফরকারীরা যথাক্রমে ৮ উইকেট ও ৬৮ রানে জয়ী হয়েছিল। শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ করলো ভারতীয় মেয়েরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৪৪.৪ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে সফরকারীরা মাত্র ৩৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করে।

সফরকারী দলের দেবিকা বৈদ্য প্রদর্শন করে ব্যাট হাতে অপরাজিত ৪২ রান এবং ৩০ রানে ২ উইকেট শিকার করেন।
ভারতীয় নারী দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার স্বস্তিকা ভাটিয়া।

বাংলাদেশ দলের পক্ষে একমাত্র সানজিদা ইসলাম ৪৪ রানে অপরাজিত থেকে কিছু লড়াই করতে সক্ষম হয়েছেন। অপর প্রান্তে ৩৩ রান করা ওপেনার মুরশিদা খাতুন ছাড়া আর কেউই সানজিদাকে যথার্থ সমর্থন দিতে ব্যর্থ হন।

দলের অপর দুই ব্যাটসম্যান ফাজানা হক (১৬) ও ফাহিমা খাতুন (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

দেবিকার ২ উইকেট ছাড়াও তনুশ্রী সরকার ও রাশি কানোজিয়া ৩টি করে উইকেট শিকার করে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন।

ওয়ানডে সিরিজের পর এবার এবার তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। চলতি মাসের ১১, ১২ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের সিরিজ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

তরুণ শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো নাম্বার ওয়ান পাকিস্তান

তরুণ শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো নাম্বার ওয়ান পাকিস্তান

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়

জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়

টেস্ট ক্রিকেটে রোহিতের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটে রোহিতের বিশ্বরেকর্ড