লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের ১৯ বছর বয়সী ডান-হাতি স্পিনার মোহাম্মদ হাসনাইন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম তুলেন পাকিস্তানি এ তরুণ। পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে তিনি এ হ্যাটট্রিক করেন। তবে হাসনাইনের হ্যাটট্রিক হচ্ছে টি-২০ ইতিহাসের নবম।
হাসনাইনের আগে পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিম আশরাফ। ২০১৭ সালে মৌসুমে আবুধাবিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই হ্যাটট্রিক করেন ফাহিম।
তবে টি-২০ ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন লি। বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালিকে আউট করেছিলেন তিনি।
টি-২০ ক্রিকেটে যত হ্যাটট্রিক
১. ব্রেট লি (অস্ট্রেলিয়া), প্রতিপক্ষ- বাংলাদেশ, ভেন্যু- কেপটাউন, ২০০৭
২. জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড), প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভেন্যু- কলম্বো, ২০০৯
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড), প্রতিপক্ষ- পাকিস্তান, ভেন্যু- অকল্যান্ড, ২০১০
৪. থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), প্রতিপক্ষ- ভারত, ভেন্যু- করাচি, ২০১৫
৫. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), প্রতিপক্ষ- বাংলাদেশ, ভেন্যু- কলম্বো, ২০১৬
৬. ফাহিম আশরাফ (পাকিস্তান), প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভেন্যু- আবুধাবি, ২০১৭
৭. রশিদ খান (আফগানিস্তান), প্রতিপক্ষ- আয়ারল্যান্ড, ভেন্যু- দেরাদুন, ২০১৮
৮. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, ভেন্যু- পাল্লেকেলে, ২০১৯
৯. মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভেন্যু- লাহোর, ২০১৯।