হার দিয়ে শেষ হলো লিটনের সিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৫ অক্টোবর ২০১৯
হার দিয়ে শেষ হলো লিটনের সিপিএল

হার দিয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেটের মিশন শেষ করেছেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটসম্যান লিটন দাস। প্রথম ম্যাচে ২১ রান করা লিটন দ্বিতীয় ম্যাচেও করেছেন ২১ রান।

লিটন দাসের দল জ্যামাইকা তালাওয়াশ লিগ পর্বের শেষ ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৭৭ রানে হেরে গেছে। ফলে ১০ খেলায় ৪ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকে এবারের আসর শেষ করলো লিটনের জ্যামাইকা। ৯ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গায়ানা।

নিজেদের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। তবে অধিনায়ক পাকিস্তানের শোয়েব মালিকের ৫টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭৩ রান করেন। এছাড়া শেরফেইন রাদারফোর্ড ৪৩ বলে ৪৫ রান করেন। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ পায় গায়ানা।

জবাবে গায়ানার বোলারদের সামনে আত্মসমর্পণ করে জ্যামাইকার ব্যাটসম্যানরা। ১৬ দশমিক ৩ ওভারে ৭৯ রানে অলআউট হয় জ্যামাইকা। চার নম্বরে খেলতে নেমে ২টি চারে ২৫ বলে ২১ রান করেন লিটন। উইকেটরক্ষক গ্লেন ফিলিপসও ২১ রান করেন।

গায়ানার দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির ১২ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন গায়ানার মালিক।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব একা নন, ১০০ বলের ক্রিকেটে ৬ টাইগার

সাকিব একা নন, ১০০ বলের ক্রিকেটে ৬ টাইগার

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

আলিসা হিলির বিশ্বরেকর্ড

আলিসা হিলির বিশ্বরেকর্ড