নারী টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার আলিসা হিলি। বুধবার (২ অক্টোবর) সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।
নিজের এমন বিধ্বংসী ইনিংস খেলে নতুন বিশ্বরেকর্ড গড়েন হিলি। নারী টি-২০ ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের। চলতি বছরের জুলাইয়ে চেমসফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছিলেন ল্যানিং।
বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হিলি। টি-২০ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। হিলির ব্যাটিং নৈপূন্যে ২০ ওভারে ২ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
১৯টি চার ও ৭টি ছক্কায় ৬১ নিজের ইনিংসটি সাজান দু’দিন আগে শততম টি-২০ খেলতে নামা হিলি। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২২৭ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে শ্রীলঙ্কা। ফলে ১৩২ রানে ম্যাচ জিতে নেয় অসিরা।
বিশ্বরেকর্ড গড়ে হিলি বলেন, ‘এটি এমন একটি দিন, যেখানে সবকিছুই ঠিক-ঠাক হচ্ছিল। তাই আমিও সুযোগ কাজে লাগিয়েছি।’