চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন টাইগার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সাকিবের পর প্রথমবারের মতো সিপিএল খেলতে গেলেন তিনি।
লিটন কুমার দাসকে সিপিএল খেলতে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, লিটন জ্যামাইকা তালওয়াশের হয়ে খেলবেন।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেটে এই প্রথমবার অংশ নিতে যাচ্ছেন লিটন এবং ভারত সফরের আগে প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সিপিএলে অংশ নিতে যাচ্ছেন লিটন।
বিসিবি ক্রিকেট অপরারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বুধবার জানান, ‘সিপিএল খেলার জন্য লিটনকে অনুমতি দেওয়া হয়েছে এবং আসন্ন ভারত সফরের আগে দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই সে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।’
চলমান আসরে আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়ী হওয়া জ্যামাইকা পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে এবং দলকে একটা সম্মানজনক জায়গায় নিতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে।
এদিকে সিপিএলে অংশ নিতে আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন টাইগার ব্যাটসম্যান লিটন কুমার দাস। বুধবার ঢাকা ছাড়ার আগে লিটন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি লিখেন, ‘প্রথমবারের মতো সিপিএল খেলতে যাচ্ছি, সাবই আমার জন্য দোয়া করো।’
অন্যদিকে বিসিবির অনুমতি পেয়ে বারবাডোজ ট্রাইডেন্টেসের হয়ে খেলতে আজ বুধবারই ঢাকা ছেড়েছেন সাকিব। সিপিএলের গত আসর মিস করেছেন ৩২ বছর বয়সী সাকিব এবং তার পরিবর্তে দলের হয়ে খেলেছেন অস্ট্রেলিযার তারকা ব্যাটস ম্যান স্টিভ স্মিথ।