ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে কোন প্রকার আত্মতৃপ্তিতে না ভুগতে বাংলাদেশ খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আজ মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ফাইনাল ম্যাচে আরও জোরালো পারফর্মেন্স চান ডোমিঙ্গো।
টানা চার ম্যাচ পরাজিত হওয়া আফগানিস্তানের বিপক্ষে গত ম্যাচে জয়ের ধারায় ফেরায় কিছুটা নির্ভার টাইগাররা। চট্টগ্রামে সফরকারী আফগানদের চার উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। যা টাইগারদের অতিমাত্রায় আত্মবিশ্বাসী করে তুলেছে। মোহাম্মদ সাইফুদ্দিন বলেই ফেলেছেন যে, সামথ্যের ৬০ ভাগ প্রয়োগ করতে পারলেই আফগানদের হারাতে পারবে টাইগাররা।
ওই মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ডোমিঙ্গো। শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছেন কোচ ডোমিঙ্গো। বলেন, ৬০ ভাগ সামর্থ্য দিয়ে তাদের বিপক্ষে জয় পাওয়ার কথা আমি চিন্তাই করি না। আমাদেরকে খুবই ভালো খেলতে হবে।
তিনি বলেন, আমরা যদি ৬০ ভাগ সামর্থ্য দিয়ে খেলি, তাহলে ৫০ ভাগ সামর্থ্য দিয়ে খেলেই আফগানিস্তান আমাদের হারাতে পারবে। এভাবেই আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদেরকে আরও ভালো করতে হবে। আমরা যদি আমাদের খেলার ধার আরও বাড়াতে না পারি তাহলে আফগানিস্তান আমাদের হারিয়ে দেবে।
টাইগার কোচ আরও বলেন, ছয় ম্যাচের চারটিতেই জয়লাভ করা আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে দক্ষতা বাড়ানোর পাশাপাশি গভীর মনোযোগ দিতে হবে। আমরা জানি আফগানিস্তান ভালো একটি দল। তবে আমরা যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে যে কোন দলকেই আমরা হারাতে পারব। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের দক্ষতা সঠিকভাবে প্রয়োগ করতে পারা এবং আফগানিস্তানের মত দলকে হারানোর ব্যাপারে মনস্থির করতে পারা।
ডোমিঙ্গো বলেন, মুজিব ও রশিদ দু’জনই সেরা স্পিনার। তাদের মোকাবেলা করতে গিয়ে অনেক ব্যাটসম্যানকেই ধুঁকতে হয়েছে। নেটে আমরা তাদের মোকাবেলার বিষয়ে কিছু কাজ করছি। সেই সঙ্গে মনোযোগ ও ম্যাচ পরিকল্পনাও করে নিচ্ছি। আমরা এখনো ক্রিকেটের সঠিক খেলাটা খেলতে পারিনি। কয়েকটি জায়গায় আমরা ভালো অবস্থায় থাকলেও বাকিগুলোতে আমাদের অবস্থান গতানুগতিক।