ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে সরিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান।
ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭০ রান করেন সাকিব। এ ইনিংস খেলার পথে তামিমকে টপকে যান বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক। সাকিবের বর্তমান রান ৭৬ ইনিংসে ১,৫৬৭। ৭১ ইনিংসে তামিমের রান ১,৫৫৬।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সাকিবের টি-২০ রান ছিল ১,৪৯৭। তাই তামিমকে টপকে যাবার জন্য ৬০ রান দরকার ছিল সাকিবের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ১৮তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে তামিমকে টপকে যান সাকিব।
সাকিব-তামিমের পর তৃতীয়স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৩ ইনিংসে ১৩৭৭ রান করেছেন মাহমুদউল্লাহ। ৭৩ ইনিংসে ১২০১ রান নিয়ে চতুর্থস্থানে রয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ টাইগার
সাকিব আল হাসান : ম্যাচ ৭৬, ইনিংস ৭৬, রান ১৫৬৭
তামিম ইকবাল : ম্যাচ ৭১, ইনিংস ৭১, রান ১৫৫৬
মাহমুদউল্লাহ রিয়াদ : ম্যাচ ৮০, ইনিংস ৭৩, রান ১৩৭৭
মুশফিকুর রহিম : ম্যাচ ৮১, ইনিংস ৭৩, রান ১২০১
সাব্বির রহমান : ম্যাচ ৪৪, ইনিংস ৪৩, রান ৯৪৬।