বন্ধ্যাত্ব ঘোচানো সুযোগের বিপরীতে হেরে গেলে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯
বন্ধ্যাত্ব ঘোচানো সুযোগের বিপরীতে হেরে গেলে ভারত

ছবি : এপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাটিতে টি-২০ সিরিজ জয়ে বন্ধ্যাত্ব ঘোচানো সুযোগ ছিল ভারতের। তবে সেটি আর হলো না, কুইন্টন ডি ককের ব্যাটিং তাণ্ডবে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ১-১ সমতায় শেষ হলো তিন ম্যাচের টি-২০ সিরিজ।

রোববার (২২ সেপ্টেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদাদের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক কুইন্ট ডি ককের ব্যাটিং তাণ্ডবে ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। এ জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-১ সমতা আনে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

দলের জয়ে ৫২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন ডি কক। এছাড়া ২৩ বলে ২৭ রান করেন তাম্বা বাভুমা। আর ২৬ বলে ২৮ রান করে আউট হন রেজা হ্যানরিক্স।

এ সিরিজের আগে ২০১৫ সালে প্রথম ভারতের মাটিতে দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। সেটইি ছিল ভারতের মাটিতে প্রথম ও শেষ টি-২০ সিরিজ প্রোটিয়াদের।

ওই দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের বিপক্ষে দেশের মাটিতে ভারতের সিরিজ জয়ের রেকর্ড নেই। এবার এক ম্যাচ জয়ের পর সেই সুযোগ তৈরি হলেও তা পারলো না বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো ভারত

কোহলির ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো ভারত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

ভারতের টেস্ট দলে নতুন মুখ, বাদ লোকেশ রাহুল

ভারতের টেস্ট দলে নতুন মুখ, বাদ লোকেশ রাহুল

স্টেডিয়ামে কোহলির নামে প্যাভিলিয়ন

স্টেডিয়ামে কোহলির নামে প্যাভিলিয়ন