ত্রিদেশীয় টি-২০ সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
গ্রুপ পর্বে দু’দলেরেই শেষ ম্যাচ এটি। দু;দলই দুটি করে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে সেই শীর্ষে থেকে ফাইনাল খেলবে। যদিও ইতোমধ্যে দু’দলই ফাইনাল নিশ্চিত করেছে।
টুর্নামেন্টের তৃতীয় দল জিম্বাবুয়ে ছিটকে পড়ায় আজকের এ ম্যাচটি দু’দলের জন্যই ফাইনালের ড্রেস রিহার্সেল হিসেবে পরিণত হয়েছে।
গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা।
অন্যদিকে গ্রুপ পর্বে গতকাল শুক্রবার নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লআহ গুরবাজ, শফিকুল্লাহ শফিক, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবউল্লাাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, নবীন উল হক, মুজিব উর রহমান।