ফাইনালের আগে জয় তুলে আত্মবিশ্বাসী হতে চায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯
ফাইনালের আগে জয় তুলে আত্মবিশ্বাসী হতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে লিগ পর্বের এক ম্যাচে হাতে রেখে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান।

ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ আফগানরা। ফলে ফাইনালের আগে শনিবার (২১ সেপ্টেম্বর) আফগানিস্তানকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে বদ্ধ পরিকর বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরে যায় টাইগাররা। ফিরতি পর্বে আবারও জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

ফাইনালের আগে ফিরতি পর্বেও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। শিরোপা লড়াইয়ে নামার আগে আফগানদের বিষয়ে আরও ধারণা পাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। একই সঙ্গে এ ম্যাচ জয় পেলে ফাইনালের আগে আত্মবিশ্বাস বেড়ে যাবে সাকিব-মুশফিকদের।

এদিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়া স্পিনার আমিনুল ইসলাম ইনজুরিতে পড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে তার খেলা অনিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করে ফলো থ্রোতে বল ধরতে গিয়ে আঙুলে ব্যাথা পান আমিনুল।

তিনটি সেলাই দিতে হয়েছে তার আঙুলে। আফগানিস্তানের বিপক্ষে নিজের খেলা অনিশ্চিত জানিয়ে আমিনুল বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি এখন ভালো বোধ করছি। ব্যথা অনেকটাই কমেছে। অবশ্য পরবর্তী ম্যাচে আমি খেলতে পারব কি-না জানি না। এ মূর্হুতে আমি ফিজিওর নির্দেশনা মেনে চলছি।’

আমিনুলের ব্যাপারে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এইচপি দলে খেলার সময় ব্যথা পেয়েছিল আমিনুল। একই স্থানে পুনরায় ব্যথা পাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। পরের ম্যাচে তার খেলার বিষয়ে ফিজিও ভালো বলতে পারবে।’

অপরদিকে বাংলাদেশের মত ফাইনালের আগে জয় পেতে মুখিয়ে রয়েছে আফগানিস্তানও। ইতোমধ্যে টি-২০ ইতিহাসে টানা ১২ ম্যাচ জিতে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন তারা। আর এ বিশ্বরেকর্ডের পথটা আরও লম্বা করতে চাইবে আফগানরা।

অবশ্য ফাইনালের আগে দু’টি ম্যাচ পাচ্ছে আফাগিনস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামছে রশিদের দল। ফলে ফাইনালের আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিতে পারবে আফগানিস্তান।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাঈম শেখ, আমিনুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, দাওলাত জাদরান, ফরিদ আহমেদ, ফজল নিয়াজাই, গুলবাদিন নাইব, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিব তারাকাই, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, রহমনউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, শহিদুল্লাহ ও শরফুদ্দিন আশরাফ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

বিয়ের গুজবে বেজায় চটেছেন আফিফ

বিয়ের গুজবে বেজায় চটেছেন আফিফ

জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ