ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্বে প্রথম ও সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রথমে ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ।
ঢাকা পর্বে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানরে বিপক্ষে ১৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ।
এদিকে প্রথম দুই ম্যাচের পর একাদশ থেকে সাব্বিরসহ তিনজনকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাব্বিরের সঙ্গে জায়গা হারিয়েছেন সৌম্য ও তাইজুল। সৌম্যকে অবশ্য স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে।
তার পরিবর্তে দলে জায়গা হয়েছে রুবেল হোসেন ও শফিউল ইসলামসহ দুই নতুন মুখ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসাইন শান্তকে। টি-২০ ক্রিকেটে শান্ত-বিপ্লবের অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন, আমিনুল ইসলাম বিল্পব, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।