ঢাকা পর্বের দুই ম্যাচেই হেরেছে জিম্বাবুয়ে। অন্যদিকে দুই ম্যাচের মধ্যে একটি জয় রয়েছে বাংলাদেশের। ফলে আজকের (বুধবার) ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেই ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ম্যাচে বাংলাদেশ ফেভারিট হলেও জিম্বাবুয়ের চেয়ে চাপে রয়েছে টাইগারাই।
টাইগাররা চাপে থাকার কথা অস্বীকার করার কোন পথ নেই। কারণ, আফগানদের কাছে টেস্টের পর টি২০-তেও প্রথম ম্যাচে হেরে গেছে। এক হারেই চারজনকে বাদদ দেওয়া হয়েছে দল থেকে। এছাড়া পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ তারও কোন নিশ্চয়তা নেই। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আজ বাংলাদেশের জয় পাওয়ার একটি চাপ রয়েই গেছে।
স্বাগতিকরা যে চাপে রয়েছে তা টের পেয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস তাই বলেছেন, ‘তারা (বাংলাদেশ) যে চাপে আছে সেটা আমরা জানি। এখন আমাদের কাজটা মনোযোগ দিয়ে করতে পারলে, বাকিসব এমনিতেই হয়ে যাবে। টি-২০ ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে।’
জিম্বাবুয়ের লক্ষ্য শুধু বাংলাদেশের বিপক্ষে জয় নয়। আফগানিস্তানের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হওয়া। হারে ফাইনালে ওঠার সম্ভাবনা যেমন শেষ হয়ে যাবে। তেমনি দুই ম্যাচেই জিতলে ফাইনালে ওঠার সুযোগও থাকবে জিম্বাবুয়ের।
বাংলাদেশের সম্ভব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাঈম শেখ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানা।