বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন, বাদ সৌম্য সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন, বাদ সৌম্য সরকার

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর দলের ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম পর্বের দুই ম্যাচের জন্য ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়াও দলে ফিরেছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

সোমবার নিজেদের তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য এ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেলেন নাঈম শেখ ও আমিনুল বিপ্লব।

বাদ পড়া তালিকায় মধ্যে উল্লেখযোগ্য নাম সৌম্য সরকার। এছাড়া না খেলে বাদ পড়েছেন মেহেদী হাসান, আবু হায়দার রনি ও প্রথম ঘোষিত দলের চমক ইয়াসিন আরাফাত।

বাংলাদেশ ১৫ সদস্যের টি-২০ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

বাংলাদেশকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লো আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লো আফগানিস্তান

ওপেনিংয়ে নেমে ব্যর্থ হলেন মুশফিক

ওপেনিংয়ে নেমে ব্যর্থ হলেন মুশফিক

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক