টি-২০ ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দাঁড় করিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে রোববার আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।
সংক্ষিপ্ত ভার্সনে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সাইফউদ্দিন শিকার করেন আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ, নাজিব তারাকাই, আসগর আফগান ও গুলবাদিন নাইবকে।
এছাড়া ইনিংসের প্রথম বলেই আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবেজকে আউট করে টি-২০ ক্রিকেটে মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ২০১৪ সালে আফগানদের বিপক্ষেই ইনিংসের প্রথম বলে উইকেট পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।
সাইফউদ্দিন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দাঁড় করালেও জয় পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের করা ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে রশিদ খানদের কাছে টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও হারের লজ্জা পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।