ত্রিদেশীয় টি-২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে চমক হিসেবে লিটন দাসের সঙ্গে ব্যাট হাতে ওপেনিংয়ে মাঠে নেমেছিলেন টাইগারদের উইকেটকিপার মুশফিকুর রহীম। তবে নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি।
সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার (১৫ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৬৫ রানের টার্গেট দাঁড় করায় আফগানিস্তান। ১২০ বলে ১৬৫ রানের টার্গেটে তামিম ইকবালের অনুপস্থিতিতে চমক হিসেবে ওপেনিংয়ে নামেন মুশফিকুর রহীম।
ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুশফিকুর রহীন। ওপেনার লিটন দাস ২ বল মোকাবেলা করে শূন্য রানে আউট হলে মুশফিকের ওপর পরে গুরু দায়িত্ব। তবে হতাশ করেছেন মুশফিক।
ব্যাট হাতে ৩ বল মোকাবেলা করে মাত্র ৫ রানেই বোল্ট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার এ ৫ রানের মধ্যে একটি চারের মারও ছিল।
শুধু মুশফিকুর রহীম নন, ব্যাট হাতে রান করতে ব্যর্থ হন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মুজিব ইর রহমানের বলে রশিদ খানের হাতে ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফেরেন। তিনি করেন ১৩ বলে ১৫ রান। এর মধ্যে ২টি চারের মার ছিল।