জিম্বাবুয়ের সামনে রানের পাহাড় দাঁড় করালো আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯
জিম্বাবুয়ের সামনে রানের পাহাড় দাঁড় করালো আফগানিস্তান

ছবি : আইসিসি

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ের সামনে ১৯৮ রানের বিশাল টার্গেট দাঁড় করেছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হন আফগান ব্যাটসম্যানরা। ব্যাট হাতে পাঁচ নম্বরে মাঠে নেমে রীতিমত ঝড় বইয়ে দেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। ৩০ বল মোকাবেলা করে তিনি অপরাজিত থেকে তিনি করে ৬৯ রান।

ব্যাট হাতে ঝড় তুলেন অভিষিক্তি আফগান ওপোর রহমানউল্লাহ গুরবাজ। ২৪ বল মোকাবেলা করে আউট হওয়ার আগে তুলে নেন ৪৩ রান। গুরবাজ ছাড়া আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই, তিনি করেন ১৪ বলে ১৩ রান।

এরপর তৃতীয় ও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা নাজিব তারকাই ও আসগর আফগান যথাক্রমে ১৯ বলে ১৪ ও ১৬ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন। তারা ফেরার পরই ব্যাট হাতে ঝড় তোলেন নাজিবুল্লাহ জাদরান। আর তাকে সঙ্গ দেন মোহাম্মদ নবী।

নাজিবুল্লাহ জাদরান ৩০ বল মোকাবেলা করে ৬টি ছক্কা ও ৫টি হাকিয়ে অপরাজিত থেকে ৬৯ রান করেন। অন্যদিকে ১৮ বল মোকাবেলা করে ৪টি ছয়ের মারে নবী করেন ৩৮ রান।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তান ম্যাচের আগে ডাক পেলেন রনি

আফগানিস্তান ম্যাচের আগে ডাক পেলেন রনি

১০২ বল হাতে রেখে ৫ রানে স্বপ্ন খোয়ালো টাইগার যুবরা

১০২ বল হাতে রেখে ৫ রানে স্বপ্ন খোয়ালো টাইগার যুবরা

বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক