আফগানিস্তান ম্যাচের আগে ডাক পেলেন রনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯
আফগানিস্তান ম্যাচের আগে ডাক পেলেন রনি

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় দুই ম্যাচের পর চট্টগ্রাম পর্বে দলে পরিবর্তন আসতে পারে ধারণা ছিল। তবে ঢাকার এক ম্যাচ পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই দলে সদস্য সংখ্যা বাড়ানো হলো।

পূর্বের ঘোষিত ১৩ জনের স্কোয়াডে আরও একজনকে সংযোজন করা হয়ছে। নতুন করে দলে যোগ হওয়া টাইগার ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ফলে রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের স্কোয়াড দাঁড়ালো ১৪ জনে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৬ সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেছেন রনি। এখন পর্যন্ত ১৩ বার টি-২০ ম্যাচে মাঠে নামলেও সে অর্থে কিছুই করতে পারেননি ২৩ বছর বয়সী এ টাইগার পেসার। রনির ঝুলিতে রয়েছে ৬টি উইকেট। এছাড়া ২টি ওয়ানডে খেলে তার উইকেট সংখ্যা ৩টি।

১৮ জনের বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু এবং আবু হায়দার রনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ