বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
বড়দের ব্যর্থতায় তরুণদের ব্যাটে বাংলাদেশের জয়

ছবি : বিসিবি

ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে এ জয় পাওয়ার আগে হেরে যাওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ব্যাট হাতে মাঠে নামে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ার ২ ওভার কমিয়ে ১৮ ওভার ব্যাট করে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে আফিফ হোসেন ধ্রুবর ৫২ রানে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ২৬ বল মোকাবেলায় ৮ বাউন্ডারি ও ১ ওভার বান্ডারিতে নিজের ইনিংসটি সাজান আফিফ।

এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত করেন অপরাজিত ৩০ রান। শেষ দিকে এসে জয় নিশ্চিত করে সাইফুদ্দিন।

তবে এ জয়ের আগে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। ৪.৩ ওবারেই পর পর ৪ উইকেট হারিয়ে এ শঙ্কা তৈরি হয়। এছাড়া ৯.৩ ওভারে দলীয় ৬০ রানের ৬ উইকেট হারিয়ে সেই শঙ্কা আরও তীব্র হয়।

বাংলাদেশের ইনিংসে প্রথম উইকেট হারায় দলীয় ২৬ রানে। ১৪ বলে ১৯ রান ওপেনার লিটন দাস সাজঘরে ফিরে যান। পরের বলেই ফিরে যান আরেক ওপেনার সৌম্য সরকার। তিনি করেন ৭ বলে ৪ রান।

পর পর দুই বলে দুই ওপেনার তচলে যাওয়ায় ব্যাট হাতে মাঠে নামে যথাক্রমে অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। তারা দু’জনেই ব্যাট হাতে হতাশ করেন। দলীয় ২৭ রানে নিজের প্রথম বলেই শূন্য রানে ক্যাচ বন্দি হয়ে সাজঘরে ফিরেন মুশফিক।
sportsmail24
মুশফিক ফেরার মাত্র ৪ বল পরেই সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ২৯ রানের ৩ বলে ১ রান করা সাকিব ফিরে যান মাসাকাদজার হাতে ক্যাচ বন্দি হয়ে।

উপরের সারির চার ব্যাটসম্যানকে হারানোর পর ব্যাট হাতে রানের চাকা সচল রাখার কাজ চালিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। তবে তারাও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৫৬ রানে ১৬ বলে ১৪ রান করে মাহমুদউল্লা এবং দলীয় ৬০ রানে ১৫ বলে ১৫ রান করা সাব্বির রহমান সাজঘরে ফিরে যান। 

এমন সময় জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়ান মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন ধ্রুব। দুজনে মিলে দুর্দান্ত ব্যাটিং করেন। দলীয় ১৪২ রানের আউট হওয়ার আগে আফিফ তুলে নেন হাফসেঞ্চুরি। ২৬ বল মোকাবেলায় ৮ বাউন্ডারি ও ১ ওভার বান্ডারিতে ৫২ রানের নিজের ইনিংসটি সাজান আফিফ।

আফিফকে সঙ্গ দেওয়া ছাড়াও সমান তালে ব্যাট চালান মোসাদ্দেক। ২৪ বল মোকাবেলা করে অপরাজিত থেকে তিনি তুলে নেন ৩০ রান।

উপরের দিকে বড়রা ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিলেও তরুণ আফিফ-মোসাদ্দেকের ব্যাটে জয়ে বন্দরে পৌছে যায় বাংলাদেশ। শেষ দিকে আফিফ আউট হলে শেষ কাজটি করে সাইফুদ্দিন। ব্যাট হাতে নেমে ২ বল মোকাবেলা করে তিনি তুলে নেন ৬ রান।

ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে দুর্দান্ত খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করা আফিফ হোসেন ধ্রুব।



শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

নিষেধজ্ঞা ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা

নিষেধজ্ঞা ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা

সিপিএলে দল পেলেন একমাত্র বাংলাদেশি আফিফ

সিপিএলে দল পেলেন একমাত্র বাংলাদেশি আফিফ