ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশকে রানে লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ খেলা অনুিষ্ঠিত হচ্ছে।
বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি ২ ঘণ্টা পর শুরু করতে হয়। সন্ধ্যা ৬টায় শুরু করার কথা থাকলে মাঠ ভেজা থাকার কারণে রাত ৮টার দিকে শুরু করা হয়। এর ফলে ২০ ওভার থেকে ২ ওভার কমিয়ে ১৮ ওভারে নামিয়ে আনা হয়। জিম্বাবয়ে ১৮ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে।
শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেছে টাইগাররা। ব্যাট করতে নেমে প্রথমে ভালো শুরু করতে না পারলেন শেষ দিকে টি-২০ ধাঁচের ম্যাচই খেলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বিশেষ করে শেষ দিকে সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান তুলে নেন জিম্বাবুয়ের রায়ার্ন বার্ল।
ষষ্ঠ উইকেটে মুতুমবদজি আর রায়ান বার্ল সবচেয়ে মারমুখী ব্যাট চালান। তার মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠেন বার্ল। ১৬তম ওভারে সাকিবকে রীতিমতো কাঁদিয়ে ছাড়েন তিনি। ওই এক ওভারেই ৩০ রান তুলে ২৮ বলেই করেন ফিফটি রান।
শেষ পর্যন্ত এ জুটি থেকে ৫১ বলে আসে ৭৭ রান। বার্ল ৩২ বলে ৫৭ আর মুতুমবদজি ২৫ বলে অপরাজিত থাকেন ২১ রানে।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাইজুল, মোসাদ্দেক, মোস্তাফিজ আর সাইফউদ্দীন। ৪ ওভার বল করে কোন উইকেট না পেয়ে ৪৯ রান দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।