বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

ছবি : স্পোর্টসমেইল২৪

ঢাকায় ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ (শুক্রবার) সারাদিনই ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে মিরপুরে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, এ ম্যাচে সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজের আগে সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ওই সিরিজ হারার পর বাংলাদেশ ক্রিকেটে জয়ের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। এছাড়া এ ত্রিদেশীয় সিরিজ দিয়েই আগামী বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাচ্ছে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ শুরু করছে বাংলাদেশ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ শুরু করছে বাংলাদেশ

বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’