মুশফিক-সাব্বিরদের সহজেই হারালো জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯
মুশফিক-সাব্বিরদের সহজেই হারালো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বিসিবি একাদশ। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে প্রথমে ব্যাট করে সাইফ হাসানের নেতৃত্বে বিসিবি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে। জবাবে ১৭ দশমিক ২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

বিসিবি একাদশের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো জাতীয় দলের তারকারা। তবুও হারের স্বাদ পেতে হয়েছে। বলতে গেলে মূল আসর শুরু হওয়ার আগে হুমকি দিয়েই রাখলো সফররত জিম্বাবুয়ে।

খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। টেইলর-মাসাকাদজা ৪ দশমিক ৫ ওভারে যোগ করেন ৪২ রান। ২৩ বলে ৬ চারে ৩১ রান করা অধিনায়ক মাসাকাদজার বিদায়ে ভাঙে জুটি।

অফ স্পিনে তাকে ঘায়েল করেন আফিফ হোসেন। ক্রেইগ আরভিন (৬ বলে ৪) ও শন উইলিয়ামসকে (৬ বলে ২) সাজঘরে পাঠান আফিফ। কিন্তু জিম্বাবুয়েকে চেপে ধরতে পারেনি বিসিবি একাদশ।

একপ্রান্তে টেইলর ছিলেন দেয়ালের মতো। পাঁচে নেমে তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন টিমিসেন মারুমা। টেইলর ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে মারুমা ২৮ বলে ৪৬ রান করেন। বাংলাদেশের হয়ে আফিফই নেন ৩ উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তোলে বিসিবি একাদশ। বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন সাব্বির হোসেন। ৩১ বলে এ রান করেন তিনি। মুশফিকের সংগ্রহ ছিল ২৬ বলে ২৬। ১৪ বলে ২৩ রান করেছেন ওপেনার মোহাম্মদ নাঈম।

এছাড়া অধিনায়ক সাইফের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩১। বিসিবি একাদশের কোনো ব্যাটসম্যানই ঝোড়ো গতির বড় কোনো জুটি গড়তে পারেননি।



শেয়ার করুন :


আরও পড়ুন

লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ