লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৯
লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

ফাইল ছবি

অনভিজ্ঞ আফগানিস্তানের কাছে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তবে এমন লজ্জার হারকে ভুলে গিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজে মনোযোগী হতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এছাড়া আগামী বছর টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের মিশন আসন্ন এ ত্রিদেশীয় সিরিজ দিয়েই শুরু করতে চাইছেন সাকিব আল হাসান

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ১৯ বছরে ১১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু টেস্টে উন্নতির ছিটেফটাও যে বাংলাদেশের হয়নি তা রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল হাড়ে-হাড়ে বুঝিয়ে দিয়েছে।

আফগানিস্তানের দুই স্পিনার রশিদ খান-জহির খানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৪৯ রানে ৬ উইকেট নিয়ে আফগানিস্তানকে অবিস্মরণীয় জয় এনে দেন প্রথমবারের মত অধিনায়কত্ব করতে নামা রশিদ। এ ম্যাচ দিয়ে সবচেয়ে কম বয়সে টেস্টে অধিনায়কত্ব করার বিশ্বরেকর্ডও গড়েছেন রশিদ খান

ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, আমার মনে হয়, এ টেস্টে আমাদের ব্যাটসম্যান ও আফগানিস্তানের বোলিংয়ে প্রয়োগের সংমিশ্রণ ঘটেছে। ভালো ও ধারাবাহিক দল হতে আমাদের কঠোর পরিশ্রম করা জরুরি।

প্রায় ১৯ বছর ধরে টেস্ট খেলার পরও এমন হারের জন্য কোন অজুহাত দেননি সাকিব। বেশ আবেগী হয়ে সাকিব বলেন, ‘২০ বছর ধরে টেস্ট খেলার পর এখন আর বলতে পারি না, আমরা এখনও একটা প্রক্রিয়ার মধ্যে আছি।’

আফগানদের কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, নিউজিল্যান্ডের পর আমরা টেস্ট খেলতে নেমেছিলাম। তবে এমন পারফরমেন্সের জন্য আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হবে।

তবে এমন লজ্জার হারকে দ্রুত ভুলে গিয়ে ত্রিদেশীয় সিরিজে মনোযোগী হতে বলেন সাকিব। বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ম্যাচ আমাদের ভুলে যাওয়া প্রয়োজন। সামনেই টি-২০ ম্যাচ। তাই ত্রিদেশীয় টি-২০ সিরিজের দিকে নজর দিতে হবে আমাদের।’

টি-২০ ফরম্যাটে আফগানিস্তানকে আরও বেশি শক্তিশালী দল বলছেন সাকিব, ‘টি২০ ফরম্যাটে আফগানিস্তান খুবই ভালো দল। এছাড়া আগামী বছরই টি-২০ বিশ্বকাপ। তাই টি-২০ ফরম্যাটে আমাদের ভালোভাবে নজর দেওয়া জরুরি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

মাথা উঁচু করেই টেস্ট থেকে অবসর নিলেন নবী

মাথা উঁচু করেই টেস্ট থেকে অবসর নিলেন নবী

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

টি-২০ নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

টি-২০ নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ