বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ছবি : আইসিসি

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে স্কটল্যান্ডের ডান্ডিতে ফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সালমা-সানজিদারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ফাইনাল খেলার আগেই নারী টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার টানা দ্বিতীয়বারের মতো বাছাইপর্বের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

ফাইনাল ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রথমে ব্যাট করে সানজিদা ইসলামের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬০ রানেই থেমে যান থাইল্যান্ডের মেয়েরা।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড নারী দল।

প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নারী টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড।

থাইল্যান্ডের বিপক্ষে ৭০ রানে জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে নাহিদা ও শায়লা ২টি করে, খাদিজা ও সালমা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে গ্রুপপর্বে পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ। সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন সালমারা।

ম্যাচসেরা হয়েছে ব্যাট হাতে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলা বাংলাদেশের সানজিদা ইসলাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২০ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

২০২০ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া