২০২০ সালের অস্ট্রেলিয়া নারী টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দান্দিতে বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। একই সঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডান্ডিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে আইরিশরা। দলীয় ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোট স্পর্শ করতে সক্ষম হন। অধিনায়ক লরা ডেলানি ও এইমার রিচার্ডসন দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে করেন।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের কোটা স্পর্শ করে ১০ রান করেন ওরলা প্রেন্ডারগান্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয় দলটি। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রানে তিন উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া জাহানারা, সালমা,নাহিদা ও রিতু মনি শিকার করেন একটি করে উইকেট।
জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য বাংলাদেশ দলেরও খুব বেশি ভালো হয়নি। ওপেনার মুরশিদা ১৩, আরেক ওপেনার আয়শা রহমান ৭ ও তিন নম্বরে নামা নিগার সুলতানা ১ রান করে আউট হলে দলীয় ২৫ রানেই তিন উইকেট হারায় দল।
তবে ৩৭ বলে তিন বাউন্ডারিতে সানজিদা ইসলামের অপরাজিত ৩২, রিতু মনির ১৫ এবং শেষ দিকে জাহানারা আলমের অপরাজিত ৬ রানে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। ১১ রানে ২ উইকেট নেন আইরিশ কন্যা প্রেন্ডারগান্ট।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সানজিদা।