টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯
টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। পাপুয়া নিউগিনিকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ নারী দল।

গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২ সেপ্টেস্বর) বৃষ্টি আইনে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৬ রানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

স্কটল্যান্ডের ডান্ডিতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাপুয়া নিউগিনি। ব্যাট হাতে নেমে ১৬ দশমিক ৩ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৬ দশমিক ৩ ওভার পরই বৃষ্টি নামনে সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান করেন ফাহিমা খাতুন। সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১৮ বলে ৫টি চারে নিজের অনবদ্য ইনিংসটি সাজান ফাহিমা। এছাড়া সানজিদা ইসলাম ১৯ ও ফারজানা হক ১১ রান করেন। পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ১০ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশ ইনিংস শেষে বৃষ্টি অব্যাহত থাকলে জয়ের জন্য ৮ ওভারে ৫৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা পায় পাপুয়া নিউগিনি। পুরো ৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৫২ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন তানিয়া রুমা। বাংলাদেশের নাহিদা আক্তার ১০ রানে ৩টি ও রিতু মনি ৯ রানে ২টি উইকেট নেন।

টানা দুই জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে সালমা খাতুনরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশি মেয়েদের বড় জয়

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশি মেয়েদের বড় জয়

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া

নেদারল্যান্ডসে মেয়েদের গর্জন

নেদারল্যান্ডসে মেয়েদের গর্জন