টি-২০ ক্রিকেটে রোমানিয়ার বিশ্ব রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ পিএম, ৩০ আগস্ট ২০১৯
টি-২০ ক্রিকেটে রোমানিয়ার বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে রান বিবেচনায় সর্ববৃহৎ জয়ের রেকর্ড গড়েছে রোমানিয়া। চলমান রোমানিয়া কাপ ২০১৯ টুর্নামেন্টে বৃহস্পতিবার তুরস্ককে ১৭৩ রানে হারিয়ে এ বিশ্ব রেকর্ড গড়ে তারা।

ভারতীয় বংশোদ্ভুত শিবকুমার পেরিয়ালার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে রোমানিয়া। স্থানীয় একটি সফটওয়্যার কোম্পানিতে একজন প্রকোশলী হিসেবে কর্মরত তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা শিবকুমার ৪০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন।

২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় তুরস্ক।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এত দিন রান বিবেচনায় সর্বোচ্চ জয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল লঙ্কানরা।

উপমহাদেশের দলটির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো ক্রিকেট খেলতে শুরু করা রোমানিয়া।

টি-২০ ক্রিকেটে রান বিবেচনায় সর্বোচ্চ ব্যবধানের পাঁচটি জয়
১. রোমানিয়া : ১৭৩ রান, ২০১৯ (প্রতিপক্ষ তুরস্ক)
২. শ্রীলঙ্কা : ১৭২ রান, ২০০৭ (প্রতিপক্ষ কেনিয়া)
৩. পাকিস্তান : ১৪৩ রান, ২০১৮ (প্রুতপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
৪. ভারত : ১৪৩ রান, ২০১৮ (প্রতিপক্ষ আয়ারল্যান্ড)
৫. ইংল্যান্ড : ১৩৭ রান, ২০১৯ (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

স্মিথ-ক্যারিদের নেতৃত্বে উসমান খাজা

স্মিথ-ক্যারিদের নেতৃত্বে উসমান খাজা

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া