৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তার আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেয়েছে টাইগ্রেসরা।
স্কটল্যান্ডের আরব্রোথ স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস ১৭ ওভার পর্যন্ত খেলে অলআউট হয় মাত্র ৫১ রানে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও শায়লা শারমিন।
ডাচ নারী দলের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯ রান। যা এসেছে ওপেনার স্টেয়ার ক্যালিসের ব্যাট থেকে। এছাড়া দলের আর কেউই ব্যক্তিগত ৭ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের দুই ওপেনার। ২৭ বলে ২৪ রান করেন সানজিদা ইসলাম। অন্যদিকে ১৩ বলে ১৮ রান করেন আয়শা রহমান।
৩১ আগস্ট থেকে শুরু হবে বাছাই পর্ব। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ।