দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গা হারাতে পারেন ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৯ আগস্ট ২০১৯
দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গা হারাতে পারেন ধোনি

ফাইল ছবি

বিশ্বকাপ শেষে দুই মাসের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে কারণে তাকে রাখা হয়নি ওয়েস্ট সিরিজে। ফলে বিশ্বকাপের পর এখনও খেলতে নামেননি ধোনি। এবার আবারও তার অবসর নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ভারতের মাটিতেই শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ। ধারণা করা হচ্ছিলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে ফিরবেন এমএস ধোনি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ধোনিকে দলে রাখা হচ্ছে না। ভারতে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েেছে।

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়, টেস্ট ক্রিকেট থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন ধোনি। সকলের ধারণা ছিল বিশ্বকাপের পর সব রকম ক্রিকেট থেকেই অবসর নেবেন তিনি। তবে তেমনটা না করায় বাড়তে থাকে জল্পনা। এবার নতুন করে আবারও জল্পনা তৈরি হলো।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে বলা হয়, নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন সামনের দিকে তাকানোর। বিশেষ করে ২০২০ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঋষভ পন্থকে আরও সুযোগ দিতে চাইছেন তারা।

দেশটির ক্রিকেট নির্বাচকরা ৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করবেন। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে ধর্মশালায় শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, ‌‘টি-২০ বিশ্বকাপ খেলার আগে ২২টি টি-২০ ম্যাচ খেলার সুযোগ রয়েছে ভারতেন। নির্বাচকরা তাদের জায়গায় খুব পরিষ্কার, তারা সামনের দিকে তাকাতে চান।’

বিশ্বকাপের পর ধোনির অবর্তমানে ভারতের দলের উইকেট কিপারের দায়িত্ব সামলাচ্ছেন ঋষভ পন্থ। টেস্ট, ওয়ানডে ও টি-২০তে তিনি বর্তমানে ভারতের এক নম্বর উইকেট কিপার। এবার বিশেষ করে টি-২০ ক্রিকেটে তাকে আরও সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা।

তবে আরও দু’জন বিকল্প উইকেট কিপারও নজরে রেখেছে ভারত। তারা হলেন- সঞ্জু স্যামসন ও ইশান কিষান। বিসিসিআই বলছে, লিমিটেড ওভারের ক্রিকেট বিশেষ করে টি-২০ ক্রিকেটের জন্য বিকল্প উইকেট কিপার তৈরি করে রাখতেই এ তিনজনকে ভাবা হচ্ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বিরাট-আনুশকার সৈকত বিলাস

সেনাবাহিনীর ট্রেনিং শেষে এবার বিজ্ঞাপনে ব্যস্ত ধোনি

সেনাবাহিনীর ট্রেনিং শেষে এবার বিজ্ঞাপনে ব্যস্ত ধোনি

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!