টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের আগের শেষ প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে দিয়ে সবগুলো প্রস্তুতি ম্যাচেই জয় তুলে নিল সালমা-আয়েশারা।
প্রথমে ব্যাট করতে নেমে থাইল্যান্ড ৮৮ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। ৩৭ বলে ৩৯ রান করেন নিগার। এছাড়া রিতু মনি অপরাজিত ১৪ এবং শায়লা শারমিন ১১ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৭ রান করে থাইল্যান্ডের মেয়েরা।
নাহিদা ৯ রানে দুটি এবং ১৩ রানে সমান উইকেট নিয়েছেন সালমা। খাদিজা তুল কোবরার শিকার এক উইকেট।
আট দলকে নিয়ে ৩১ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
মূল পর্বে অংশ নেওয়ার আগে স্কটল্যান্ডে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচ শেষ করে যোগ দেবেন বাছাইপর্বে।
বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবেন বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।
বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর দিন ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।
স্ট্যান্ডবাই : সুরাইয়া আজমি, লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা।