ক’দিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তবে এখনো টি-২০ ফরম্যাটে খেলে যাচ্ছেন লঙ্কান এ পেসার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে দায়িত্ব পেলেন শ্রীলঙ্কা দলের অধিনায়কত্বের।
আগামী ১ সেপ্টেম্বর পাল্লেকেলেতে শুরু হবে সংক্ষিপ্ত ভার্সনের এ সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচটি। নিজ দেশের মাঠে অনুষ্ঠেয় এ সিরিজের জন্য শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে মালিঙ্গার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁহাতি ব্যাটসম্যান উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এই প্রথমবার সংক্ষিপ্ত ভার্সনে খেলতে নামছে লঙ্কানরা।
দল থেকে বাদ পড়েছেন দলের সিনিয়র সদস্য থিসারা পেরেরা ও অ্যাঞ্জেল ম্যাথুস। বাদ পড়েছেন কামিন্দু পেরেরা ও জেফরি ভান্ডারসও। আর দলে ফিরেছেন সেহান জয়সুরিয়া, দাশুন সানাকা, কাশুন রাজিথা এবং অনিন্দু ফার্নান্দোরা। তবে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল থেকে দারুণ ফর্মে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা বাদ পড়ার খবর কিছুটা অবাক করার মতোই। ইংল্যান্ড বিশ্বকাপে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ী ৮২ রান করা আবিস্কা ফার্নান্দো সংক্ষিপ্ত ভার্সনের দলে জায়গা ধরে রেখেছেন।
সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা টি-২০ দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, ধানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, সেহান জয়সুরিয়া, দাশুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষ্ণণ সান্দাকান, ইসুরু উদানা, কাশুন রাজিথা, লাহিরু কুমারা ও লাহিরু মাদুস্কা।