নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতি সারলো সালমারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৪ আগস্ট ২০১৯
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতি সারলো সালমারা

ফাইল ছবি

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেতে কষ্ট হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের।। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়েছেন সালমারা।

শুক্রবার (২৩ আগস্ট) প্রতিপক্ষের ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে জয় পেয়েছিল সফরকারীরা।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সানজিদা ইসলাম। ৩৫ রান করেন আয়শা রহমান। আর সমান ২৩ রান করে করেন নিগার-রিতু।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদা-ফাহিমার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৭০ রানে থামে নেদারল্যান্ডস। বল হাতে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন নাহিদা। ১৮ রানে দুই উইকেট নেন ফাহিমা। আর সমান একটি করে নেন জাহানারা ও শায়লা।

৮ দলকে নিয়ে ৩১ আগস্ট থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মূল পর্বে অংশ নেওয়ার আগে স্কটল্যান্ডে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচ শেষ করে যোগ দেবেন বাছাইপর্বে।

বাংলাদেশ দল
সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা জ্যোতি ও শামীমা সুলতানা।

স্ট্যান্ডবাই : সুরাইয়া আজমি, লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা।



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে ধাক্কা খেল বাংলাদেশ

নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে ধাক্কা খেল বাংলাদেশ

ভাষা সমস্যা নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গেভেল্ট

ভাষা সমস্যা নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গেভেল্ট

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ এইচপি

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ এইচপি

আবারও সরগরম শেরে বাংলা স্টেডিয়াম

আবারও সরগরম শেরে বাংলা স্টেডিয়াম