নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ এএম, ১০ আগস্ট ২০১৯
নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে ধাক্কা খেল বাংলাদেশ

ফাইল ছবি

নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের কঠিন পরীক্ষার আগেই ধাক্কা খেল বাংলাদেশ। দলের অন্যতম খেলোয়াড় রুমানা আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ নারী দল। হাঁটুর চোটে স্কটল্যান্ডের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের ম্যানেজার নাজমুল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।সাংবাদিকদের তিনি জানান, হাঁটুর ইনজুরিতে পড়েছেন রুমানা আহমেদ। তাকে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয়েছে। তবে এ চোটের কারণে টুর্নামেন্টে তার অংশগ্রহণ হচ্ছে না এটা নিশ্চিত।

দু’দিন আগেই নারী দলের বিশ্বকাপ বাছাই নিয়ে নিজের আশা কথা জানিয়েছিলেন রুমানা। বলেছিলেন, নিজের ফেরার কথাও। বিশ্বকাপ বাছাইয়ে যাওয়ার আগে পুরোপুরি ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর ওয়ানডে দলের অধিনায়কের স্কটল্যান্ড পাড়ি দেওয়া হচ্ছে না।

২০২০ সালে টি-২০ বিশ্বকাপের টিকেট পেতে আট দলের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩১ আগস্ট থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ অল্প সময়ে রুমানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নাজমুল আবেদীন বলেন, ‘যেভাবে রুমানা সেরে উঠছে, তাতে আমরা ওকে বিবেচনায় নিতে পারছি না। পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগবে। রুমানার মতো ক্রিকেটারকে না পাওয়াটা নিশ্চিতভাবেই অনেক বড় ক্ষতি। মিডলঅর্ডারে আমার ওকে ভীষণ মিস করব।’



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিপিএল চান রুমানা

নারী বিপিএল চান রুমানা

ঈদের পরেই কোচ পাচ্ছেন মাশরাফি-সাকিবরা

ঈদের পরেই কোচ পাচ্ছেন মাশরাফি-সাকিবরা

অবশেষে ঢাকায় আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান, সূচি প্রকাশ

অবশেষে ঢাকায় আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান, সূচি প্রকাশ

টি-২০ বিশ্বকাপের আগে হাই-পারফরমেন্সে নজর বিসিবির

টি-২০ বিশ্বকাপের আগে হাই-পারফরমেন্সে নজর বিসিবির