ফিক্সিং প্রস্তাবে ঝড় তুললেন উমর আকমল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ এএম, ০৮ আগস্ট ২০১৯
ফিক্সিং প্রস্তাবে ঝড় তুললেন উমর আকমল

ফাইল ছবি

কানাডায় চলমান দ্বিতীয় গ্লোবাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উঠেছে ফিক্সিং বিতর্ক। আসরে উইনিপেগ হকসের পক্ষে খেলছেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল। একই দলের কর্মকর্তা হিসেবে দায়িত্বরত পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনসুর আখতার তাকে ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন আকমল।

ফিক্সিং থেকে নিজকে দূরে রাখতে আকমল বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টুর্নামেন্ট আয়োজকদের জানিয়েছেন। তার মতে দুই ব্যক্তি ম্যাচ গড়া পেটা করতে আকমলের সঙ্গে যোগাযোগ করেছে।

ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হলেন- ১৯৮০-১৯৯০ সময়ের মধ্যে পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা মনসুর আখতার এবং অপরজন হলেন ক্রিস নামে এক ভারতীয়। আকমলের কাছ থেকে এ ধরনের রিপোর্ট পাওয়ার বিষয়টিও স্বীকার করেছে পিসিবি।

টুর্নামেন্টের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা দলগুরোকে মনসুর এবং ক্রিস থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। এছাড়া আকমলের সঙ্গে দেখা করার বিষয়টি স্বীকার করেছেন মনসুর। তবে তিনি ফিক্সিং প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবির সিদ্ধান্তে আর্থার হতাশ ও ব্যথিত

পিসিবির সিদ্ধান্তে আর্থার হতাশ ও ব্যথিত

নারী বিপিএল চান রুমানা

নারী বিপিএল চান রুমানা

পুরো পিএসএল পাকিস্তানে খেলতে রাজি নয় বিদেশি ক্রিকেটাররা

পুরো পিএসএল পাকিস্তানে খেলতে রাজি নয় বিদেশি ক্রিকেটাররা

আমির ‘কেলেঙ্কারি’র পর নিয়ম পাল্টাচ্ছে পাকিস্তান

আমির ‘কেলেঙ্কারি’র পর নিয়ম পাল্টাচ্ছে পাকিস্তান