জিম্বাবুয়ের বদলে নাইজেরিয়া নামিবিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৬ আগস্ট ২০১৯
জিম্বাবুয়ের বদলে নাইজেরিয়া নামিবিয়া

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়েকে। আর এ নিষেধাজ্ঞার ফলে আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না আফ্রিকার দেশটি।

তবে চলতি মাসে ও আসছে অক্টোবরে গুরুত্বপূর্ণ দুটি ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল জিম্বাবুয়ের। ইভেন্ট দুটি হলো- মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব ও ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব।

তবে জিম্বাবুয়ের ওপর যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে তাই এ দুই ইভেন্টের জন্য বিকল্প দলের নাম ঘোষণা করেছে আইসিসি। আইসিসি জানিয়েছে চলতি মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে জিম্বাবুয়ের পরিবর্তে খেলবে নামিবিয়া আর অক্টোবরে ছেলেদের আসরে খেলবে নাইজেরিয়া।

ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক পর্বে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল নাইজেরিয়া। মূল বাছাইয়ে ১৪তম দল হিসেবে সুযোগ পাচ্ছে দেশটি।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নাইজেরিয়া ছাড়াও খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর। বাকি দুটি দেশ আসবে আমেরিকা অঞ্চল থেকে।

মেয়েদের আসরে খেলবে আয়োজক স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

নতুন উচ্চতায় কোহলি

নতুন উচ্চতায় কোহলি

ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত

ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত

বৃষ্টির আইনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

বৃষ্টির আইনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়