দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৬ আগস্ট ২০১৯
দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

ফাইল ছবি

ভারতের বিপক্ষে ফ্লোরিডায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভাঙার দায়ে ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার কাইরন পোলার্ডের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচে বদলি ফিল্ডারের জন্য পোলার্ড বার বার আবেদন করার দায়ে আম্পায়াররা তার বিপক্ষে অভিযোগ আনেন। কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা অনুযায়ী আম্পারের নির্দেশ অমান্য করার দায়ে পোলার্ডকে অভিযুক্ত করা হয়েছে।

আম্পায়ার তাকে পরবর্তী ওভার পর্যন্ত অপেক্ষা করতে বললেও পোলার্ড তা আমলে না নিয়ে বার বার একই অনুরোধ জানিয়েছেন। যদিও পোলার্ড তার বিপক্ষে আনীত অভিযোগ স্বীকার করেননি।

অভিযোগ স্বীকার না করায় ম্যাচ রেফারি জেফ ক্রোর সামনে তাকে আনুষ্ঠানিক শুনানিতে উপস্থিত হতে হয়েছে। শুনানিতে পোলার্ডকে দোষী সাব্যস্ত করে জরিমানার শাস্তি দেয়া হয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বিরল’ খেলোয়াড় সাইনিকে অভিষেক ম্যাচেই শাস্তি

‘বিরল’ খেলোয়াড় সাইনিকে অভিষেক ম্যাচেই শাস্তি

টি-২০ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ভারত

টি-২০ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ভারত

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভারতের বিপক্ষে ফিরলেন ক্যাম্পবেল-চেজ-পল, রয়েছেন গেইলও

ভারতের বিপক্ষে ফিরলেন ক্যাম্পবেল-চেজ-পল, রয়েছেন গেইলও