বিরাট কোহলি মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। একের পর এক রেকর্ড যেমন গড়েছেন তিনি, তেমনি ভেঙেছেনও। তারই ধারাবাহিকতায় নতুন রেকর্ড গড়েছেন বিরাট।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন ভারত অধিনায়ক। এতদিন ৮ হাজার ৩৯২ রান নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই ছিলেন সুরেশ রায়না।
রোববার ওয়েস্টি ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে বেশি রান পাননি কোহলি, দলও জয় পেয়েছে বৃষ্টি আইনে। তাতে কী, ওই ২৮ রানেই হয়ে গেছে কোহলির নতুন রেকর্ড আর বৃষ্টি আইনে জয় দিয়ে হয়ে গেছে ভারতের সিরিজ জয়। টি-টোয়েন্টিতে সবমিলে কোহলির রান এখন ৮৪১৬। এই রান করতে ২৫৪ ইনিংস খেলেছেন তিনি।
ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে রানের হিসাবে কোহলি এক নম্বরে উঠে এলেও সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে আছেন ছয় নম্বরে।