একদিনের হোক আর টিটোয়েন্টি ক্রিস গেইল বোলারদের জন্য এক আতঙ্কের নাম। চার-ছক্কা হাঁকিয়ে বোলারদের সবসময় আতঙ্কের মধ্যে রাখতে গেইলের তুলনা নেই। সে সুবাদে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডটি গেইলের দখলেই ছিল।
তবে এখন গেইলকে ছাড়িয়ে গেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। আর সেটিও গেইলের দলের বিরুদ্ধে খেলা ম্যাচ দিয়েই। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ ছক্কা হাঁকান রোহিত। তাতেই টপকে যান ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কা এখন ১০৭টি। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া গেইলের ছক্কা ১০৫টি। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ১০৩ ছক্কা নিয়ে আছেন তৃতীয় স্থানে। এরপরে ৯২ ছক্কা নিয়ে চতুর্থ অবস্থানে আছেন নিউজিল্যান্ডের কলিন মানরো ও ৭১ ম্যাচে ৯১ ছক্কা নিয়ে তার পরের অবস্থানে আছেন একই দলের ব্রেন্ডন ম্যাককালাম।
ফ্লোরিডার লডারহিলের এই ম্যাচে ভারত শেষ পর্যন্ত জিতেছে বৃষ্টি আইনে, ২২ রানে। পরপর দুটি ম্যাচ জেতায় সিরিজও জেতা হয়ে গেছে তাদের।